“হিন্দুবাদ, মুসলিমবাদ নয়, মনুষ্যবাদ হওয়া উচিত, এটাই BJP ভাঙতে চাইছে”, ভাটপাড়া থেকে সুর চড়ালেন Firhad Hakim
ভাটপাড়ার সভা থেকে বক্তব্য রাখেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেখান থেকে তিনি বলেন, “আমি অনেকবার ভাটপাড়ায় এসেছি। কিন্তু আজ মনে হচ্ছে গোটা ভাটপাড়া এখানে চলে এসেছে। একটা ভয় ছিল যে ভাটপাড়ার ডন বিজেপিতে চলে গেছে। মসজিদে বোম মারা হয়েছে। অনেককে জখম করা হয়েছে। কিন্তু এটা কোনও ধার্মিক লোক করেনি। বাইরে থেকে লোক এনে করানো হয়েছিল। কোনও ধর্মই অন্য ধর্মের অপমান করতে শেখায় না, বরং একসঙ্গে থাকতে শেখায়।” পাশাপাশি তিনি বলেন, “হিন্দুবাদ, মুসলিমবাদ নয়, মনুষ্যবাদ হওয়া উচিৎ। কিন্তু বিজেপি এটাই ভেঙে দিতে চাইছে।”