আজ দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের বাপুজী গ্রাম পঞ্চায়েতের পূর্ব চন্ডীপুর ভুলো পাড়ার অষ্টম বর্ষ গঙ্গা পুজো উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা উদ্বোধন হলো ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট।
এই গ্রামের গঙ্গা পুজো কে ঘিরে অগণিত মানুষের আনন্দ উচ্ছ্বাস দেখা মেলে প্রতি বছর। এই গ্রামের আবার বৃদ্ধ বনিতা অংশগ্রহণ করে এই পুজোর মেলাতে।
পুজো কে কেন্দ্র করে পুজো কমিটি বিভিন্ন সমাজ সেবা মুলক কর্মসূচি গ্রহণ করে থাকে।
যেমন – রক্ত দান শিবির, বস্ত্র বিতরণ, গরিবদের রেশন বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রিরা বিভিন্ন।
আজ অষ্টম বর্ষ পূরন করল এই গ্রামের গঙ্গা পুজো মেলা।
কাকদ্বীপের একটি প্রতন্ত এলাকা এটি। এখানের মানুষ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হলেও তারা একসাথে সুখে দুঃখে এই ভাবেই কাটিয়ে দিচ্ছে দিন গুলি।